পত্নীতলায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেল ৫টায় উপজেলার শাশইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পত্নীতলায় থানা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, বিপিএম। থানা ওসি পরিমল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রানার সার্বিক সহযোগিতায় এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন,পত্নীতলায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার, জেলা পরিষদ সদস্য ও পত্নীতলায় উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, থানা এসআই রবিউল ইসলাম, মাটিন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রুবেল, মাটিন্দর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলমগীর হোসেন স্বপন, নজিপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন প্রমুখ।

নওগাঁ প্রতিনিধি