বগুড়ায় হঠাৎ করেই বাস ধর্মঘটের কারনে দুর্ভোগে পড়েছে যাত্রীরা
সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন মহাসড়কের ন্যায় বগুড়াতেও পরিবহন চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকে হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীরা চড়ম দুর্ভোগ পোহাচ্ছে। কেউবা রিক্সা আবার কেউবা অটোরিক্সা করে তাদের গন্তব্যে পৌছানোর চেষ্টা করছে। ফলে গুণতে হচ্ছে ২-৩ গুণ বেশি ভাড়া। এদিকে সকাল ১০টার পর থেকে সিএনজি চালিত অটোরিক্সাও বন্ধ হয়ে গেছে।
বগুড়া থেকে অভ্যন্তরীণ সব সড়কপথে যাত্রীবাহী বাস ও সারা দেশে ট্রাক, কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া বগুড়া হয়ে রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের কোনো কোনো রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বগুড়া থেকে দূরপাল্লার কিছু বাস সকালে ছেড়ে গেছে।
ধর্মঘটের কারনে বগুড়া থেকে জয়পুরহাট, রংপুর, নওগাঁ, গাইবান্ধা, দিনাজপুর, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ-নগরবাড়ি, ময়মনসিংহ ও টাঙ্গাইল এবং উত্তরবঙ্গ থেকে দণিবঙ্গের সড়কপথে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। বগুড়া হয়ে ঢাকা-নওগাঁ, ঢাকা-জয়পুরহাট, ঢাকা-রংপুর বিভাগের বিভিন্ন জেলায় দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। দু-একটি জেলা থেকে সীমিত কিছু বাস চলাচল করছে। বিুব্ধ শ্রমিকেরা অটোরিকশা চলাচলেও বাধা দিচ্ছেন।

অনলাইন ডেস্ক