বেশি দামে পেঁয়াজ বিক্রি ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগ রাজধানীর কারওয়ান বাজারের চার প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি একই অভিযোগে এক ডিম ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। বুধবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক আতিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তবে, লবণের বাজারে অভিযান চালিয়ে কোনো অভিযোগ পায়নি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে, গতকালের চেয়ে ২০ টাকা কমে মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য জাতের পেঁয়াজ।

অনলাইন ডেস্ক