বিরামপুরে ইলেকট্রিক ব্যবসায়ীদের সম্মেলন
বিরামপুর ও হাকিমপুর উপজেলার ইলেকট্রিক ব্যবসায়ীদের সম্মেলন বুধবার (২০ নভেঃ) বিরামপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বৃহৎ ইলেকট্রিক কোম্পানী সুপার স্টার গ্রুপের আয়োজনে এ সম্মেলনে সভাপতিত্ব করেন, বিরামপুর ইলেকট্রিক দোকান মালিক সমিতির সভাপতি রাজা মিয়া।
এতে প্রধান অতিথি ছিলেন, সুপার স্টার গ্রুপের এমডিডি এজিএম মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বগুড়া ডিএসএম লাইটিং পারভেজ সাজ্জাদ, বগুড়া ডিএসএম এক্সেসরিজ মশিউর রহমান খান, এডিএসএম রংপুর বিভাগ লাইটিং গ্রুপ আবু হানিফ, এডিএস রংপুর বিভাগ এক্সেসরিজ রানা মিয়া, বিরামপুর ইলেকট্রিক দোকান মালিক সমিতির সেক্রেটারী ফারুক চৌধুরী, সুপার স্টারের পরিবশেক শামীম ইলেকট্রনিক্স্রের সত্বাধিকারী আব্দুস সালাম ও মা ইলেকট্রনিক্স্রের সত্বাধিকারী শরিফুল ইসলাম।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি