পঞ্চগড়ে বিবাহ, তালাক রেজিস্ট্রেশন ও বাল্য বিবাহ বিষয়ে কর্মশালা
পঞ্চগড়ে নিকাহ রেজিস্টার এবং মসজিদের ইমামদের নিয়ে বিবাহ, তালাক রেজিস্ট্রেশন ও বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় সেন্টার ফর রাইটস এন্ড ডেভেলপমেন্ট-সিআরডি ও মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।
সিআরডি’র নির্বাহী পরিচালক আবু সাঈদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুখসানা মমতাজ ও জেলা রেজিস্ট্রার মীর মাহবুব মেহেদী।
কর্মশালায় বক্তব্য দেন জেলা নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি ও নুরুন আলা নুর ফাজিল মাদরাসা অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রহমান, নিকাহ রেজিস্টার জাহেদুল ইসলাম প্রমূখ। কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলা, বোদা উপজেলা ও পঞ্চগড় পৌরসভার নিকাহ রেজিস্টার ও মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।

পঞ্চগড় প্রতিনিধি