ট্রাকচাপায় প্রান গেল প্রধান শিক্ষকের
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের শিববাড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত প্রধান শিক্ষকের নাম হারুন অর রশীদ । তিনি নারান্দী ইউনিয়নের চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম শফিকের বড় ভাই ও বীর মুক্তিযোদ্ধা কুতুব আলীর ছেলে।
জানা যায়, নিহত হারুন অর রশীদ সিএনজিচালিত অটোরিকশায় করে পাকুন্দিয়া থেকে ঢাকা যাচ্ছিলেন। সন্ধ্যায় অটোরিকশাটি গাজীপুরের শিববাড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক