গোবিন্দগন্জে গরুর" ল্যান্পি স্কিন'" রোগ নিয়ে হতাশ কৃষকেরা
গাইবান্ধার গোবিন্দগন্জ উপজেলার বিভিন্ন এলাকা বিশেষ করে কামাদহ ইউনিয়নের এক গ্রাম থেকে অন্য গ্রামে দ্রত ছড়িয়ে পড়েছে রোগটি। এ,ইউপির মাস্তা গ্রামে ভয়াবহ রুপ দেখা দিয়েছে বলে স্হানীয় সূত্রে জানাগেছ । গরুর ল্যান্পি স্কিন ডিজিস বিষয়ে সরজমিন দেখা যায়- হঠাৎ গরুর চামড়ার বিভিন্ন স্হানে ফুলে চাকা চাকা হয়। ওই স্হানে প্রচুর মাছি পড়তে থাকে,গরুর শরীরে তাপমাত্রা বৃদ্বি পেয়ে জ্বর আসে,অতপর গরুটি সঠিক চিকিৎসা নাপেয়ে মারা যায়। ভুক্তভূগী কৃষকরা জানায় এ নতুন রোগের সঠিক চিকিৎসা পাচ্ছিনা জন্য গরুমারা যাচ্ছে। বিশেষ সূএে জানাগেছে এটি ভাইরাস জনিত রোগ,বেশকয়েক বছর পূর্বে আফ্রিকায় এরোগে আক্রান্ত হয়ে শতশত গরু মারা গিয়েছিল।
এমতবস্হায় ভুক্তভুগী কৃষকগন ও স্বচেতন মহল গরুর এ,রোগ নিমূলে সুচিকিৎসার প্রতি জোড়ালো পদক্ষেব গ্রহনে পশু সন্পাদ বিভাগে সুদৃষ্টি কামনা করেছেন।

গোবিন্দগন্জ প্রতিনিধি