সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও প্রতিবন্ধীদের চেক বিতরণ
নওগাঁর সাপাহারে রবি ও পরবর্তি খরিপ-১ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ১৪৬০ জন খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভূট্টা, পিয়াজ ও মুগডালের বীজ, সার প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্তরে কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, কৃষি কর্মকর্তা মো: মজিবুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) সোহরাব হোসেন, সমাজসেবা কর্মকর্তা কাজী মো: আবুল মনসুর, থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাই নিউটন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা প্রমূখ।
শেষে উপজেলা প্রসাশন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্তর ভিত্তিক ৯৭ জন প্রতিবন্ধীদের মাঝে ৮ লক্ষ ৯২ হাজার ৮শত টাকা, দলিত,হ রিজন বিশেষ ভাতা ১৯০ জনের মাঝে ১১ লক্ষ ৪০ হাজার টাকা ও সেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থাসমূহকে এক কালিন অনুদান ১৯ হাজার ৫শত করে ৬টি সংস্থাকে মোট ১লক্ষ ১৭ হাজার টাকা প্রদান করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

অনলাইন ডেস্ক