বগুড়ায় পুরাতন জেএমবি’র ৪সদস্য গ্রেপ্তার অস্ত্র গুলি ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুরতলা বাসষ্ট্যান্ডে পুলিশ হেডকোয়ার্টাসের এলআইসি শাখা ও বগুড়া জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযান চালিয়ে পুরাতন জেএমবি’র উত্তরাঞ্চলীয় প্রধান সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
আজ রোববার দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা ও বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান চালিয়ে শিবগঞ্জের পাকুরতলায় শ্রী কনকের অংকন টেলিকম সার্ভিস দোকানের সামনে, ঢাকা - রংপুর মহাসড়কের পূর্ব পাশ থেকে পুরাতন জেএমবি’র রংপুর ও রাজশাহী বিভাগের দাওয়াতি বিভাগ প্রধান আতাউর রহমান ওরফে হারুন ওরফে আরাফাত (৩৪), পুরাতন জেএমবি’র রংপুর ও রাজশাহী বিভাগের বায়তুল মাল প্রধান ও নওগাঁ জেলার দায়িত্বশীল মিজানুর রহমান ওরফে নাহিদ ওরফে মোরছাল (৪২), পুরাতন জেএমবি’র গাইবান্ধা জেলার দায়িত্বশীল জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক (২৭) ও পুরাতন জেএমবি’র বগুড়া জেলার দায়িত্বশীল মিজানুর রহমান (২৪) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ২টি চাপাতি, ১টি চাকু, ১ কেজি বিস্ফোরক, ৮টি গ্রেনেড বডি, ১০টি গ্রেনেড তৈরীর সার্কিট বডি, ৫টি ব্যাটারী, ১৫টি ক্যাপাসিটর ও ২ গ্রোস সাইকেলের চাকার বল উদ্ধার করেছে। পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

অনলাইন ডেস্ক