নন্দীগ্রামে ইয়াবাসহ আটক ৩
বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির এর নেতৃত্বে এসআই জিন্নুর রহমান ও এসআই ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে করিম ফিলিং ষ্টেশনের পার্শের রাস্তায় অভিযান চালিয়ে নন্দীগ্রাম পূর্ব পাড়ার আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক মানিক (২৭), একই গ্রামের আব্দুর রউফ এর ছেলে আলামিন মন্ডল (১৯) ও কলেজ পাড়ার নুরুল ইসলামের ছেলে বিল্পব (২৫) কে আটক করে।
থানার ওসি শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরন করা হয়েছে।

অনলাইন ডেস্ক