মধুমতি নদীর বাঁধ নির্মাণে অনিয়ম তদন্তে দুদক
নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে ১১ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে দুদকের একটি দল ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। রোববার বিকেলে দুদকের যশোরের উপ-পরিচালক নাজমুছ সাদাতের নেতৃত্ব একটি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
জানা যায়, ঘাঘা এলাকার দুটি পয়েন্টে ১১ কোটি ৮৮ হাজার ৯শ’ ৯৭ টাকা ব্যয়ে ৪১০ মিটার নদীর তীর সংরক্ষণের কাজ চলতি বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩০% কাজ শেষ হওয়ায় তদন্ত টীম অসন্তোষ প্রকাশ করেছেন। এ সময় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা কাজের ধীরগতির জন্য তদন্ত কমিটির কাছে ক্ষোভ প্রকাশ করেছেন।
পরিদর্শনকালে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াজেদ আলী চাকলাদার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান উপস্থিত ছিলেন|

অনলাইন ডেস্ক