খুলনায় ডেঙ্গু জ্বরে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম আলম মোল্লা। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং পারচন্দ্রদিঘলিয়া গ্রামের হাসমত মোল্লার ছেলে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, আলম মোল্লা নামে নামের ওই যুবক গোপালগঞ্জ থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোববার সন্ধ্যায় খুমেক হাসপাতালে ভর্তি হন। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
আলম মোল্লার পরিবারের সদস্যরা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল রোববার সন্ধ্যার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অনলাইন ডেস্ক