পোরশায় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় স্থানীয় মহা সম্মেলন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় ও ইসলামী রাজনীতিবীদ আলহাজ্ব তৈয়ব শাহ চৌধুরীর সার্বিক সহযোগীতায় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে সারাইগাছী বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লোকমান আলী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হাফেজ আব্দুল হক শাহ্ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মুফতী আবু তালহা শাহ্ চৌধুরী, পোরশা বড় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাহ শরিফুদ্দীন। সম্মেলনে ইসলাম, কোরআন ও সুন্নাহর উপর প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জামিয়া তা’লিমীয়া মাদরাসা প্রিন্সিপাল ও গুলশান-১ বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক(কুয়াকাটা)। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকার আহবান শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, স্থানীয় সোমনগর মাদরাসার শিা সচিব মাওঃ নুরুল ইসলাম জিহাদী। সম্মেলনে স্থানীয় আলেম, ধর্মপ্রাণ মুসলমান ও বিভিন্ন এলাকার মাদরাসার ছাত্র-শিক্ষকগণ উপস্তিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি