বোরহানউদ্দিনে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ভোলার বোরহানউদ্দিনে গাছ কাটতে গিয়ে বিদ্যুপৃষ্ট হয়ে আব্দুল মজিদ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজলার সাচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে চরগঙ্গাপুর বেড়ীবাঁধ সংলগ্ন সাচাই বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল ওহাব মাঝির ছেলে।
স্থানীয়রা জানান, সাচাই বাড়ীতে ওই শ্রমিক একটি গাছের ডাল কাটার জন্য উঠে। এসময় গাছের পাশে থাকা বিদ্যুৎ লাইনের ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভোলা প্রতিনিধি