রাজধানীতে পুলিশের সোর্সকে পিটিয়ে হত্যা
রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সোর্সকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। নিহত ওই ব্যক্তির নাম মুরাদ হোসেন (৩০)।
সোমবার দিবাগত রাতে সিপাহীবাগ আইসক্রিমের গলিতে একটি নির্মাণাধীন বাড়িতে তাকে পেটানোর ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গতরাত সাড়ে ১১টার দিকে মুরাদকে ডেকে সিপাহীবাগ আইসক্রিমের গলিতে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যান আজিজ, মিল্টন, মিন্টু, সোহেল নামের পূর্বপরিচিত কয়েকজন। সেখানে তারা মুরাদকে বেধড়ক পেটায়। একপর্যায়ে তাদের হাত থেকে ছাড়া পেয়ে বাসায় চলে যান মুরাদ। কিন্তু অবস্থার অবনতি হলে ভোর ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মিন্টু, সোহেল ও মিলনকে নামের তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক