প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৯ ১১:৪৫

বিরামপুরে হাজার বোতল ফেন্সিডিলসহ আটক-১

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে হাজার বোতল ফেন্সিডিলসহ আটক-১

দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী অভিযানে ১০০২ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে দিনাজপুর র‌্যাব-১৩। গ্রেফতারকৃত ফেন্সিডিল ব্যবসায়ী হাকিমপুর উপজেলার নওদাপাড়ার জয়মুদ্দিন হোসেনের ছেলে মোকারম হোসেন (২২)।

র‌্যাব-১৩ জানায়, আজ বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুরের মির্জাপুর মোড়ে দিনাজপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে।অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোকারমকে ১ হাজার ২ বোতল পেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। আটককৃত মোকারমকে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের বিরামপুর থানায় হস্তান্তর করেন।

উপরে