প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৯ ১৬:০৭

আত্রাইয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আত্রাইয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

নওগাঁর আত্রাইয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী অরুনা বেগমকে (৪২) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বাবলু কামারের বিরুদ্ধে। বাবলুকে (৫৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। মৃত অরুনা বেগম উপজেলার মির্জাপুর গ্রামের বাদুল্লা পাড়ার করিম হোসেনের মেয়ে। বাবলু একই উপজেলার হাটুরিয়া গ্রামের সদর উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবলুর সঙ্গে ২০বছর আগে পারিবারিক ভাবে অরুনার বিয়ে হয়। বিয়ের পর থেকে বাবলু অরুনার বাবার বাড়ি মির্জাপুরে ঘর জামাই হিসেবে বসবাস করতেন। সংসারজীবনে তাদের দুই ছেলে-মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী ও সন্তানদের খাবার খাওয়া শেষে ছেলেকে তার নানার ঘরে শুয়িয়ে রেখে স্বামী ও স্ত্রী নিজ ঘরে ঘুমাতে যান। রাত সাড়ে-তিনটার দিকে বাবলু তার শ্বশুর ও ছেলেকে ডেকে বলে অরুনা মারা গেছে। বিষয়টি জানার পরে অরুনার বাবা, ভাই ছেলেসহ এলাকার লোকজন এসে মৃত অবস্থায় দেখতে পায়।

করিম হোসেন জানান, পারিবারিক কলহের জেরে তার মেয়ে অরুনাকে শ্বাসরুদ্ধে হত্যা করা হয়েছে। এরপর আত্রাই থানা পুলিশকে জানানো হয়েছে। নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ও আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন মন্ডল ঘটনাস্থল পরিদর্শন এবং অভিযুক্ত বাবলুকে আটক করেন। অরুনার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরো জানান, এ ব্যাপারে আত্রাই থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

উপরে