প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯ ১১:৪৭

পার্বতীপুর রেলওয়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার

পার্বতীপুর( দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুর রেলওয়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। বুধবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে জংশনের ৫ নং প্লাটফরমের যাত্রীবসার বেঞ্চের উপর থেকে মৃত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। পার্বতীপুর রেলওয়ে থানার এসআই সুকুমার চন্দ্র বর্মন জানান, বুধবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে জংশনের ৫ নং প্লাটফরমের যাত্রীবসার বেঞ্চের উপর থেকে আনুমানিক ৬৫ বছর বয়সের এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের কোন সঠিক পরিচয় পাওয়া যায়নি। তবে তার মুখে কাঁচা পাকা দাড়ি ও পড়নে লুঙ্গি ও সাদা শাট ছিল। মৃত্যুর আসল কারণ জানা যায়নি। তবে বার্ধক্য জনিত কারনে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উপরে