প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯ ১৬:১৪

বিরামপুরে কৃষকদের মাঝে সার ও ভুট্টাবীজ বিতরণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে কৃষকদের মাঝে সার ও ভুট্টাবীজ বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতার আজ বৃহস্পতিবার বিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৭৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে ভুট্টা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পালের সভাপতিত্বে উপকারভুগী কৃষকদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, এসএপিপিগ মাহবুবুর রহমান, প্রেসকাবের সাবেক সভাপতি আকরাম হোসেন প্রমূখ।

ভুট্টার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ৭৫০জন কৃষকের প্রত্যেককে ২ কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি হারে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপরে