প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯ ১৬:২২

জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ জনের সাজা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ জনের সাজা

বগুড়ার শিবগঞ্জ মহাস্থানকাঁচা বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে তাঁশ দিয়ে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ জনকে আটক করা হয়েছে।

উপ-পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম-১ মহাস্থান অনন্তবালা এলাকার মৃত আব্দুল গোফ্ফারের ছেলে সাইফুল ইসলাম দুদু (৫৫) ও বগুড়া সদর থানার দিঘলকান্দি গ্রামের মৃত জসিমউদ্দিনের ছেলে টুকু মিয়া (৫০) কে আটক করেন। পরে তাদেরকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর এর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতে দু’জনের ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া খেলা আইনের ৪ ধারায় প্রত্যেকের ১’শ টাকা করে জরিমানা করেন।

 

উপরে