প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯ ১৬:৩৫

জয়পুরহাটে ৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জয়পুরহাটে ২০ বিজিবি’ ব্যাটালিয়নের জব্দ করা ৬ কোটি টাকা মুল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিজিবি’র উদ্যোগে ব্যাটালিয়ন চত্ত্বরে মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বিজিবি’র  দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল সোহরাব হোসেন ভুইয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২০ বিজিবি’র কমান্ডার লেঃ কর্ণেল রাশেদ মোঃ আনিসুল হক, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসেন, জয়পুরহাট র‌্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক রফিকুল ইসলামসহ বিভিন দপ্তরের প্রধানগন এবং সংবাদ কর্মীরা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের মাদকের ভয়াবহতা সম্পর্কে ধারনা দিয়ে সকলকে মাদক নিয়ন্ত্রনে এগিয়ে আসার আহবান জানানো হয়।

গত এক বছরে বিজিবি’র জব্দ করা ৬ কোটি টাকারও বেশি মুল্যের মদ, গাাঁজা, বিয়ার,  ফেন্সিডিল, আ্যাম্পুল ইনজেকশনসহ অন্যান্য মাদক দ্রব্য ধ্বংস করা হয়।  

 

উপরে