বগুড়ায় অস্ত্রসহ যুবক আটক
বগুড়ায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ মো. তৌহিদুল ইসলাম সোহেল (৩০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।
আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক তৌহিদুল ইসলাম সোহেল বগুড়া সদর উপজেলার মালতীনগর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো. আছলাম আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ তৌহিদুল ইসলাম সোহেলকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী পরে ২টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ৬টি চাপাতি ও ২টি ককটেল উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলী বলেন, সন্ত্রাস-অস্ত্রবাজদের বিরুদ্ধে বগুড়া গোয়েন্দা পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। আগামীতেও গোয়েন্দা পুলিশের অভিযান চলবে। এই ঘটনায় শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

অনলাইন ডেস্ক