সাভারে কিশোরীকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার পুলিশ
সাভারের আশুলিয়া থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকার দেলোয়ার জমিদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন-আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.অঅহিদ মিয়া, কনস্টেবল মো. লাল মিয়া, আতাউর ও জুয়েল। আটককৃতরা হলেন, আশুলিয়া থানার জামগড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে দেলোয়ার জমিদার ও তার স্ত্রী মাহমুদা বেগম।
হামলার শিকার আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. অঅহিদ মিয়া জানান, ৯৯৯ ফোনের মাধ্যমে খবর পেয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করতে আশুলিয়ার জামগড়া এলাকার ঘটনাস্থলে গেলে দেলোয়ার জমিদার ও তার স্ত্রীসহ কয়েকজন মিলে আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় ৪পুলিশ সদস্য আহত হন। পরে থানায় খবর দিলে পুলিশের আর একটি টিম ঘটনাস্থলে গিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। হামলাকারী দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকৃতদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে।
পহৃত কিশোরীর ভগ্নিপতি মনির বলেন, আমার শ্যালিকাকে বরিশাল থেকে অপহরণ করে জামগড়ার দেলোয়ার জমিদারের বাড়িতে আটকে রাখে বলে আমরা জানতে পারি। পরে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে সেখানে গেলে দেলোয়ার জমিদারের লোকজন আমাদের ২ জনকে আটকে রাখে। আমরা ৯৯৯ এ ফোন করে আশুলিয়া থানায় খবর দেই। সেখান থেকে পুলিশ ওই বাড়িতে গেলে তারা আমাদেরসহ পুলিশের ওপর হামলা করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু জানান, পুলিশের ওপর হামলা ও এক কিশোরীকে অপহরণের ঘটনায় দেলোয়ার জমিদার ও তার স্ত্রী মাহমুদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা এবং অপহরণের ঘটনায় তাদের বিরুদ্ধে ২ মামলা করা হয়েছে।

অনলাইন ডেস্ক