সবজি ও পেঁয়াজের দাম চড়া
রাজধানীর প্রায় সব বাজারেই পর্যাপ্ত পরিমাণে শীতের সবজির সরবরাহ রয়েছে। কিন্তু দাম যেন কিছুতেই ক্রেতাদের হাতের নাগালে আসছে না। অধিকাংশ বাজারেই শীতের সবজির দাম চড়া। পেঁয়াজের দামও কমছে না।
বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০-২৫০ টাকায়। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা দরে। সবজির মধ্যে ফুলকপি প্রতি পিস ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০-৯০ টাকা প্রতি কেজি, শিম প্রকারভেদে ৫০-৬০ টাকা, টমেটো ৮০, বেগুন ৫০, চিচিঙ্গা ৭০, করলা ৬০, ঝিঙ্গা ৭০, মুলা ৫০, বরবটি ৭০, কচুর লতি ৫০, ঢেঁড়স ৬০, পটল ৭০, পেঁপে ৩০ এবং কাকরোল ৭০ এবং শশা ১১০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১১০-১২০ টাকা কেজি দরে। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১১৫-১২৫ টাকা প্রতি কেজি দরে। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০-৫২০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা দরে।
রুই মাছ কেজি প্রতি ৩০০ টাকা, কাতলা ২৮০-৩৫০, শিং ৪০০, চিংড়ি ৪৫০ থেকে ৬৫০, টেংরা ৫৫০-৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। শোল মাছ প্রতি পিস ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

অনলাইন ডেস্ক