রাবির একাদশ সমাবর্তন আজ
প্রাচ্যের ক্যামব্রিজখ্যাত ও উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ। তবে সমাবর্তনে অংশ নিচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক গ্র্যাজুয়েট। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এ অনুষ্ঠানটির উদ্বোধন করবেন সমাবর্তনের সভাপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর আগে উপাচার্যের বাসভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হবে।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও স্বাগত বক্তব্য দিবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য।
অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী খুরশিদ আলম ও জিনিয়া জাফরিন লুইপা। এর আগে দুপুর ১টা থেকে নিবন্ধিত গ্র্যাজুয়েটদের আসন গ্রহণ শুরু হবে।
এদিকে সমাবর্তনকে ঘিরে কড়া নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ভ্রাম্যমাণ ও স্থায়ী সকল দোকান-পাট বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ করে দেওয়া হবে। বহিরাগত কাউকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আইডি কার্ড নিয়ে প্রবেশ করতে পারবেন।
সার্বিক নিরাপত্তার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, নিরাপত্তার বিষয়টি এসএসএফ নিয়ন্ত্রণ করছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

অনলাইন ডেস্ক