গোবিন্দগন্জে পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার-২
গতকাল বৃহস্পতিবার রাত্রী অনুমানিক ০৯.১৫ সময় বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এসআই নুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে কামদিয়া ইউপির বড়গাও গ্রামের জনৈক রফিকুলের এর বসতবাড়ি সংলগ্ন খুলিয়ান হতে ২০০ পিস ইয়াবা সহ আসামি ১) মিনহাজ উদ্দীন(৩৫) পিতা মৃত ওয়াজেদ আলী ও (২) বেলাল হোসেন(২৮)পিতা মশিউর রহমান উভয় সাং বিরিন্চি থানা গোবিন্দগন্জ জেলা গাইবান্ধা দ্বয় কে গ্রেফতার করে।
উদ্ধার কৃত ইয়াবার মূল্য অনুমানিক ৬০ হাজার টাকা। আসামি মিনহাজ এর বিরুদ্ধে ২টি মাদক মামলা ও আসামী বেলাল হোসেন এর বিরুদ্ধে ১ টি মামলা আদালতে বিচারাধীন আছে। এ বিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

গোবিন্দগঞ্জ প্রতিনিধি