হাকিমপুরে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী ও মাদকসহ আটক-৫
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী ও মাদকসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক ৪ টি মামলা করেছে।
আটককৃতরা পৌর শহরের নাসির উদ্দিন, আব্দুল মজিদ, নুর ইসলাম রাসেল এবং সুফিয়া বেগম। শুক্রবার দিনব্যপী শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়েছে। হাকিমপুর থানা সূত্রে জানা যায়, মাদক বিক্রির অভিযোগ পেয়ে অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দের নেতৃত্বে শহরের কালিগঞ্জে অভিযান চালিয়ে ১১ বোতল ফেনসিডিলসহ সুফিয়া বেগম, মহড়া পাড়া থেকে ১ হাজার পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ রাসেল, সাতকুড়ি থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ নুর ইসলামকে আটক করে। অপর একটি অভিযানে সাতকুড়ি থেকে বিপুল পরিমান ভারতীয় অবৈধ প্রসাধনীসহ নাসির ও আব্দুল মজিদকে আটক করা হয়েছে। ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, আটকৃতদের বিরুদ্ধে পুলিশ পৃথক চারটি মামলা করেছে। আজ শনিবার আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি