সাভারে গৃহবধূর মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় ফরিদা বেগম (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ঘোষবাগ এলাকার ফারুক শিকদারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফরিদার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার গোপালপুর ইউনিয়নের কচুয়া গ্রামে।
তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকায় তার স্বামী সেলিমের (৪২) সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান। তিনি জানান, রাতে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তার স্বামী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে বিষয়টি বলা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীরর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অনলাইন ডেস্ক