নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের এক পুকুর থেকে ভাসমান অবস্থায় জয় বিশ্বাস (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু জয় বিশ্বাস ওই গ্রামের ধর্মেন্দ্র বিশ্বাসের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকেলে খেলতে বের হয় শিশু জয়। এরপর সে আর ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাননি পরিবারের লোকজন। এ ঘটনায় ওই শিশুর পিতা সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
পরে শনিবার সকালে বাড়ীর পাশের পুকুরের মধ্যে ওই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর মরদেহ পুকুরের মধ্যে ফেলা হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে শিশুটিকে কে বা কারা এবং কী কারণে হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার পর গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অনলাইন ডেস্ক