জামালপুরে জমি নিয়ে সংঘর্ষে ২ ভাইয়ের মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ইউসুফ আলী (৪৫) ও আবদুল জলিল। শুক্রবার রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে ইউসুফ আলী ও শনিবার সকাল ৮টার দিকে আবদুল জলিলের মৃত্যু হয়।
এ ঘটনায় তাদের বাবা আরান হাজী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন। স্বজনরা জানান, শুক্রবার দুপুরে সানন্দবাড়ী দক্ষিণ লম্বাগাছ এলাকায় আরান হাজী ও জাকির মেম্বারের মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারার সময় কথা কাটাকাটি হয়।
তাদের বাবা আরান হাজী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। দেওয়ানগঞ্জ থানার ওসি মাইনুল ইসলাম জানান, শুক্রবার সানন্দবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো নিহতের খবর থানায় জানানো হয়নি।

অনলাইন ডেস্ক