বগুড়ায় জাতীয় আয়কর দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
“কর প্রদানে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ নিশ্চিত হোক রুপকল্প বাস্তবায়ন, আয়করের প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে নিয়ে বগুড়ায় পালিত হল জাতীয় আয়কর দিবস।
আজ শনিবার আয়কর দিবস পালন উপলক্ষে কর অঞ্চল বগুড়া আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। বেলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন বগুড়া কর অঞ্চলের কর কমিশনার স্বপন কুমার রায়, এফবিসিসিআই এর পরিচালক মাছুদুর রহমান মিলন, অতিরিক্ত পুলিশ সুপর তাপস কুমার সহ আরো অনেকে। র্যালীটি শহরের নবাববাড়ী, সাতমাথা, থানা মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

বগুড়া প্রতিনিধি