জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের আগামীকাল সোমবারের হিসাববিজ্ঞান পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করে জানান, স্থগিত এই পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। হিসাববিজ্ঞান ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
পরীক্ষা স্থগিতের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, একটি কেন্দ্রে ভুলক্রমে সোমবার অনুষ্ঠেয় হিসাববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন খুলে ফেলায় পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

অনলাইন ডেস্ক