পাঁচবিবিত ২৫৫০ কৃষককে প্রনোদনা
জয়পুরহাটের পাঁচবিবিতে রবি/২০১৯-২০ মৌসুমে সরিষা, গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের অনুষ্ঠান আজ রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাদির সারওয়ার। সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুনিরুল শহীদ মুন্না।
বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান চৌধুরী বিপ্লব, পৌর আ.লীগ সভাপতি এস,কে হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও আদর্শ কৃষক ফরিদুল ইসলাম প্রমুখ।
শেষে উপজেলা বিভিন্ন ইউনিয়নে ২৫৫০ জন কৃষকের প্রতিজনকে ডিএপি-২০ কেজি, এমওপি-১০ কেজি, গম-২০ কেজি, সরিষা-২কেজি ও ভুট্টা-২ কেজি হিসেবে কৃষি প্রনোদনা প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি