পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিনের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বিজিবির পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, প্রীতিভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল শামছুল আরেফিন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলম সিদ্দিকী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমারা রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিজিবি’র উর্ধতন কর্মকর্তা ও জেলা পর্যায়ের সরকারি বেসামরিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১ ডিসেম্বর বিজিবির পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের প্রতিষ্ঠা লাভ করে। এই ব্যাটালিয়ন পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্তে দায়িত্ব সম্পূর্ণরুপে গ্রহণ করে অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সাথে পালন করে আসছে।
চলতি বছরে সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য সামগ্রী (ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, বিভিন্ন প্রকার মদ, গরু, বাই-সাইকেল ইত্যাদি আটক করে সর্বমোট এক কোটি ১২ লাখ ৪৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানসহ অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অন্যান্য চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, অবৈধ সীমান্ত পারাপার এবং সীমান্ত দুর্ঘটনা রোধকল্পে সীমান্তের জনসাধারণকে ব্যাটালিয়ন অধিনায়ক, কোম্পানী এবং বিওপি কমান্ডার পর্যায়ে নিয়মিত জনসচেতনতামূলক প্রেষণা প্রদান করা হচ্ছে।
বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল শামছুল আরেফিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিজিবির ১৮ ব্যাটালিয়ন অদূর ভবিষ্যতে তাদের মেধা, বুদ্ধি, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে দেশ মাতৃকার সেবায় উত্তরোত্তর উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করবে বলে সকলে দৃঢ় বিশ্বাস করেন। আজকের দিনে শপথ হোক পেশাদারিত্ব নিয়ে অতীতের মত দৃপ্ত পদচারণায় এগিয়ে যাবেন বিজিবি সদস্যরা।

অনলাইন ডেস্ক