পার্বতীপুরে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষনের পর হত্যা
পার্বতীপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে আমজাদ হোসেন (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ পাওযা গেছে।
শনিবার রাতে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্য ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুর মা জানায়, বিকেলে ওই শিশু বাড়ি থেকে খেলতে বের হলে আর ফেরেনি। অনেক খোঁজা খুঁজির পর না পেয়ে এলাকায় মাইকিং করে তার পরিবার। ওই যুবকের বাড়ির পাশে তার মেয়েসহ তার বন্ধুরা খেলতে গেলে ওই যুবক জানালা দিয়ে মেয়েটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরের নিয়ে যায় বলে নিহতের পরিবারকে জানায় একই এলাকার রাশেদুল ইসলামের ছেলে জিহাদ (৫)।
তার কথার ভিত্তিতে মিমের পরিবার আমজাদের বাড়িতে গেলে তালাবদ্ধ দেখতে পাওয়ায় পুলিশে খবর দেন পরিবার। পরে পুলিশ বাড়ির দরজা ভেঙ্গে টেবিলের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কতব্যরত চিকিৎসক বলেন হাসপাতালে নিয়ে আসার পূবেই মৃত্যু হয়েছে। তার গোপনাঙ্গ থেকে রক্ত ঝরছিল। মডেল থানার ওসি মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পার্বতীপুর(দিনাজপুর) সংবাদদাতাঃ