পঞ্চগড়ে যক্ষ্মারোগ প্রতিরোধে নাটাবের মতবিনিময় সভা
যক্ষারোগ প্রতিরোধে সুশিল সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারিদের নিয়ে ওই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিটি-নাটাব।
এতে মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের অবসরপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ও নাটাব জেলা শাখার সভাপতি ডা. বাহারাম আলী।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম, নাটাব’র রংপুর বিভাগের প্রতিনিধি কাওছার উদ্দীন, নাটাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম প্রমূখ।

পঞ্চগড় প্রতিনিধি