সাত সকালে মধুমতি নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে মাশরাফি
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা লোহাগড়া উপজেলার মধুমতি নদীর ভাঙনকবলিত এলাকা ও ভাঙন রোধে নির্মিত বাঁধের কাজ পরিদর্শন করেছেন। সোমবার সকালে উপজেলার লোহাগড়া ও কোটাকোল ইউনিয়নের বিভিন্ন এলাকার নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদসহ ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক