হাকিমপুরে মহিলাসহ গ্রেফতার-৫
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) মাদক বিরোধী অভিযানে মাদক সেবন ও মাদক বিক্রির দায়ে নারীসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা নুরবানু (৩০),আমিরুল ইসলাম (৩৫),সোহেল রানা (৩৫),নাহিদ হাসান (২৮),শামিম হোসেন (৩৩)।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানায়, আজ সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাকিমপুর উপজেলার মাঠপাড়া গ্রামের নজরুলের মেয়ে নুরবানুর বাড়ীতে মাদক সেবনসহ মাদ বিক্রি করছে।এমন সংবাদের ভিত্তিতে আজ ভোরে তার বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়।অভিযান চালিয়ে ফেন্সিডিল,গাঁজাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানায়, আটককৃত মাদক ব্যবসায়ী নুরবানুসহ ৫ জন সেবনকারীদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল-হজতে পাঠানো হবে।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি