বিরামপুরে বঙ্গবন্ধু চত্বরের উদ্ভোধন করলেন সাংসদ শিবলী সাদিক এমপি
দিনাজপুরের বিরামপুরে বঙ্গবন্ধু চত্বর নির্মাণ কাজের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্তরে ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বঙ্গবন্ধু চত্বর নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি দিনাজপুর-৬
এছাড়াও উপজেলা পরিষদের অডিটরিয়ামে প্রধান অতিথি শিবলী সাদিক এমপি, আমন ধান সংগ্রহে উন্মুক্ত লটারী অনুষ্ঠান ও গরীব এবং অসহায় দুস্থদের মাঝে ৫০ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার, থানার ওসি মনিরুজ্জামান, বিরামপুর প্রেস ক্লাবের আহব্বায়ক একেএম শাহাজাহান, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, সকল ইউপি চেয়ারম্যানগণ সহ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি