এসএ গেমসে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয়
দক্ষিণ এশিয়া অঞ্চলের 'অলিম্পিক' খ্যাত সাউথ এশিয়ান গেমসে (এসএ) দ্বিতীয় স্বর্ণ জিতেছে বাংলাদেশ। কারাতের প্রতিযোগী মোহাম্মদ আল আমিনের নৈপুণ্যে বাংলাদেশ গেমসের দ্বিতীয় স্বর্ণ জয় করে। কারাতের কুমি ইভেন্টের অনুর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে মোহাম্মদ আল আমিন এই স্বর্ণ জিতেন। আল আমিন ইভেন্টের ফাইনালে পাকিস্তানের প্রতিযোগীকে হারান। এর আগে এসএ গেমসে প্রথম স্বর্ণ বাংলাদেশকে এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দীপু চাকমা।

অনলাইন ডেস্ক