প্রশাসনের সাথে বসতে চায় বুয়েট শিক্ষার্থীরা
ছাত্রলীগ নেতাকর্মীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার পর থেকে নানা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে তাদের সব দাবি মেনে নিয়েছে প্রশাসন। এসব বিষয়ে শিক্ষার্থীদের অবস্থান জানাতে কথা বলেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক অন্তরা তিথি।
তিনি বলেন, স্যারদের উদ্যোগ খুবই সন্তোষজনক। আমাদের আরেকটি ছোট্ট দাবি ছিল, সেটা হচ্ছে তিতুমীর হলের র্যাগিংয়ের শাস্তির বিষয়টি। আমরা সেটি নিয়ে কথা বলবো। আশা করছি সেটি ওনারা মেনে নিবেন৷ সব মিলিয়ে আমরা সন্তুষ্ট। আমরা আমাদের পরবর্তী করণীয় জানাবো। তার আগে স্যারদের সাথে বসতে চাই। সেটা আজকেও হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, তারা এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি। আমরা যেহেতু সব দাবি মেনে নিতে পেরেছি এটা কোনো কঠিন বিষয় নয়। আমরা সেটিও জানিয়ে দেব এ সপ্তাহের মধ্যে।
আবরার হত্যাকাণ্ডের পর ক্লাস-পরীক্ষা বর্জন করে ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সর্বশেষ তিন দফা দাবি তোলেন তারা। শিক্ষার্থীদের সর্বশেষ দাবিগুলো হলো- মামলার অভিযোগপত্রের ভিত্তিতে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার, বুয়েটের আহসানউল্লাহ, তিতুমীর ও সোহরাওয়ার্দী হলে ঘটে যাওয়া নির্যাতনের বিষয়ে অভিযুক্তদের অপরাধ অনুযায়ী শাস্তি প্রদান, সাংগঠনিক ছাত্র রাজনীতি ও নির্যাতনের বিষয়ে শাস্তির আইন।
এর জন্য প্রশাসন ৩ সপ্তাহের সময় চায় শিক্ষার্থীদের কাছ থেকে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাদের সব দাবি মেনে নিয়েছে প্রশাসন।

অনলাইন ডেস্ক