জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মা মেয়ে নিহত
আর স্কুলে যাওয়া হলো না শিশু আনিকার। ট্রাকের ধাক্কায় প্রাণ দিতে হলো শিশু আনিকাসহ তার মাকে। মঙ্গলবার সকাল ১০টার দিকে জয়পুরহাট সদর উপজেলার জলাটুল এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এই মা মেয়ে নিহত হন।
নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের নূর আলমের স্ত্রী রিফা আক্তার ও তার শিশু কন্যা আনিকা আক্তার। আনিকা সদর উপজেলার হেলকুন্ডা বাজারের বর্ণ মালা কিন্ডার গার্টেন স্কুলের প্লে-গ্রুপের শিক্ষার্থী ছিল।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, প্রতিদিনের মত রিফা তার শিশু কন্যা আনিকাকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যান করে স্কুলে যাচ্ছিলেন। পথে হেলকুন্ডা এলাকায় পেছন দিক থেকে আসা এক দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক অক্ষত থাকলেও মা ও মেয়ে রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যূ হয়। দুর্ঘটানার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকটি আটক করেছে।

অনলাইন ডেস্ক