পঞ্চগড়ে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের উদ্বোধন
পঞ্চগড়ে সরাসরি কৃষকদের নিকট থেকে আমন ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা অভ্যন্তরীন আমন সংগ্রহ ও মনিটরিং কমিটি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। অন্যদের মধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস আলী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, সদর খাদ্য গুদামের ওসি এলএসডি খলিলুর রহমান বক্তব্য দেন।
চলতি আমন মৌসুমে সদর উপজেলার তিন হাজার ৬৩ জন কৃষকের নিকট থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে তিন হাজার ৬৩ মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লটারীর মাধ্যমে নির্বাচিত এসব কৃষক প্রত্যেকে সর্বোচ্চ এক মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। পরে পৌর এলাকার কৃষক সানাউল্লাহ ও আব্দুল মালেকের নিকট থেকে দুই মেট্রিক টন ধান কেনা হয়। ধান ক্রয়ের মূল্য বাবদ ব্যাংকের কাগজ কৃষকদের হাতে তুলে দেন অতিথিরা।

পঞ্চগড় প্রতিনিধি