দিনাজপুর শ্রমিক পরিবারের মাঝে এককালীন বকেয়া অনুদান বিতরণ
দিনাজপুরের শ্রমিকরা দেশের উন্নয়নে কাজ করে থাকে। উন্নয়নের চালিকা শক্তি হিসেবে কাজ করে। এই শক্তিটিকে সঠিকভাবে মূল্যায়ণ ও কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নের ধারা তুরান্বিত হবে। শ্রমিকদের শ্রমের মূল্য তার ঘাম শুকানোর আগেই পরিশোধ করতে হবে এ কথা হাদিসে এসেছে। হাদিসের এ বাক্যটি মানলেও সমাজের অনেক উপকার হবে। এমনটাই আশা করছেন শিক্ষা সচেতন মানুষ ও সচেতন অভিভাবকগণ। আমাদের সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি চিরতরে নির্মুল করে শ্রমিকদের ন্যার্য পাওনা বুঝিয়ে দিতে হবে। আমাদের শ্রমিকরা সবসময় জীবনের ঝুকি নিয়ে রাস্তায় থাকে। এ অবস্থায় তাদের অধিকার নিশ্চিত করতে যার যার অবস্থান থেকে সচেতনভাবে ভুমিকা রাখতে হবে।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে ২ ডিসেম্বর সোমবার সকালে শ্রমিক ইউনিয়নের সুইহারীস্থ নিজস্ব কার্যালয়ে মৃত শ্রমিক পরিবারের মাঝে এককালীন বকেয়া অনুদানের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী উপরোক্ত কথাগুলো বলেন।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রাজ চৌধুরী, সহ-সভাপতি তৈয়ব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক সাহাবুব আলম, সড়ক সম্পাদক শামসুল হক, অর্থ সম্পাদক সামাদ আলী, প্রচার সম্পাদক জনি, সমাজ কল্যাণ সম্পাদক আলম, ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন, কার্যকরি সদস্য ফারুক হোসেন, জমসেদ, নাসির হোসেন রত্না, নুর আলম, মুন্না, শেখ আকালু, ফুলবাড়ী বাসষ্ট্যান্ড কমিটির সভাপতি কামাল হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক এমরুল ইসলাম এম্বু প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়নভুক্ত ২০টি পরিবারের মাঝে ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মৃত শ্রমিকদের আত্মার মাগফিরাত ও আহত শ্রমিকদের আশু আরোগ্য কামনা করা হয়।

দিনাজপুর প্রতিনিধি