পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
‘অভিগম্য আগামীর পথে’ শ্লোগানে পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আরডিআরএস বাংলাদেশ কর্তৃক পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রতিবন্ধী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও শোভাযাত্রা এবং প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বিশেষ সহায়তায় শারীরিকভাবে নাজুক ও বঞ্চিতদের মাঝে ফোল্ডিং ওয়াকিং স্টিক ও হুইল চেয়ার প্রদান করা হয়।
এ উপলক্ষে সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম।
আরডিআরএস বাংলাদেশ, রংপুর এর কর্মসূচি সমন্বয়কারী গৌতম কুমার হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিতু আকতার, দেবীডুবা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক ও আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর আঞ্চলিক ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ) রেজাউল করিম। অনুষ্ঠানে ইমাম, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি