ইউরোপের পর ভারতের শেলবি হাসপাতাল আসছে বাংলাদেশে
ইউরোপ,অষ্ট্রেলিয়া,আমেরিকার পর ভারতের শীর্ষস্থানীয়ে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন শেলবি মাল্টি স্পেশাল হাসপাতাল, তাদের সেবা নিয়ে শীঘ্রই আসছে বাংলাদেশে।এই লক্ষ্যে হাসপাতালটির একটি প্রতিনিধি দল কয়েক দিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন এবং সমীক্ষার কাজ শেষ করে চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন।আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।
প্রতিনিধিদলের প্রধান শেলবি হাসপাতালে ডাক্তার, ভারত গাজ্জার জানান, আমরা দেখেছি বাংলাদেশের লক্ষ লক্ষ রোগী ভারতে চিকিৎসা নিতে আসেন এবং তারা নানা ধরনের বিড়ম্বনায় পড়েন। এসব রোগীরা আমাদের শেলবি হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন। কিন্তু যাতায়াত ফলাফল নানা সমস্যায় পড়েন। তাই আমাদের সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। শেলবি মাল্টি স্পেশাল হাসপাতালে বাংলাদেশ ছাড়াই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ বিশ্বের প্রায় ৩০ থেকে রোগীরা চিকিৎসা গ্রহণ করেন।
রোগীদের সবচেয়ে কম খরচে আন্তর্জাতিক মানের সেবা দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই হাসপাতালটি চিকিৎসা সম্পর্কে প্রশংসা করেছেন।শেলবি হাসপাতালে ডাক্তার খুশ ডায়েস জানান, বিশ্বের প্রখ্যাত জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন ডাক্তার বিক্রম শাহ জিরো টেকনিক অনুযায়ী গুজরাটে শেলবি মাল্টি স্পেশাল হাসপাতাল প্রতিষ্ঠাতা করেন। মাত্র দুই লক্ষ টাকাতে নিখুঁতভাবে হাঁটুর জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয় এক্ষেত্রে আমরা ১০০ ভাগ সফল। এই পর্যন্ত এক লাখেরও বেশি রোগীর সফল জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয়েছে অনেকেই মনে করেন হাঁটুর ব্যথা নিরাময় হবার নয়, এটি সঠিক নয়। জয়েন্ট রিপ্লেসমেন্ট ছাড়াও শেলবি মাল্টি -স্পেশাল হাসপাতাল লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, ক্রিটিক্যাল কেয়ার এন্ড স্পাইনাল সার্জারি, নিউরো সার্জারি, হার্ট সার্জারি, প্লাস্টিক সার্জারি, আইভিএফ, ক্যান্সার সার্জারি সেবা দেওয়া হয়।শেলবি হাসপাতালের ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট অনিতা রায় জানান,বাংলাদেশি হাঁটুর ব্যথা বহুরূপী কষ্ট পাচ্ছেন তাদের কথা চিন্তা করেই বাংলাদেশি ভাই-বোনদের জন্য এই সেবা এখনই চালু করার সিদ্ধান্ত নিয়েছেন, শেলবি মাল্টি স্পেশাল হাসপাতাল।

ষ্টাফ রিপোর্টার