এডাবের উদ্যোগে ২দিনব্যাপি আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
এডাবের আয়োজনে ২দিনব্যাপি আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন বিষয়ক প্রশিক্ষণ আজ বুধবার বগুড়া ওয়াইএমসিএ এর পলবেসরা অডিটোরিয়ামে শুরু হয়।উক্ত প্রশিক্ষণটি উদ্বোধন করেন এডাব অনুসংগঠন বগুড়ার উপদেষ্টা ও বগুড়া ওয়াইএমসিএ এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,এডাব ন্যায় ভিত্তিক গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানে ও নারী-পুরুষসহ সকল প্রকার বৈষম্য ও নীপিড়ন হতে মুক্ত করার জন্য ১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর হতে অদ্যাবধি কাজ করে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার ছাড়া আজকের পৃথিবীতে কোন কিছুই কল্পনা করা যায় না।
বাংলাদেশের সর্বত্র নারীর ক্ষমতায়ন, ব্যবসা, শিক্ষা, কৃষি উন্নয়নমূলক সামাজিক কর্মকান্ডসহ সকল কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের উপর সরকার বিশেষ গুরুত্বারোপ করেছেন। বাংলাদেশকে একটি তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেখতে চায় এদেশের বর্তমান সরকার ও জনগণ।বর্তমান সরকার ও জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এডাব যে প্রশিক্ষণের আয়োজন করেছে তা অবশ্যই প্রশংসার দাবী রাখে।এডাব অনুসংগঠন বগুড়ার সভাপতি ও এসএসডাব্লিউ নির্বাহী পরিচালক টিপু সুলতান মজিদুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডাব অনুসংগঠন বগুড়ার সাধারন সম্পাদক ও স্বপ্ন এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, পিইউপির প্রধান নির্বাহী এডাব সদস্য শেখ মোহাম্মদ আবু হাসানাত সহ প্রমূখ।এডাব রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কেএম ওবায়দুর রহমান জুয়েল এর সার্বিক তত্বাবধানে প্রশিক্ষক হিসেবে অংশ নেন এডাব ঢাকার কমিউনিকেশন অফিসার তুষার সিকদার, মনিটরিং ও ইভালুয়েশন কর্মকর্তা সমাপিক হালদার।এডাব অন্তর্ভূক্ত এনজিও হতে প্রশিক্ষনার্থী অংশ নেন।এ প্রশিক্ষনে ই-মেইল, গুগল, নেটওয়ার্কিং, ভিডিও কনফারেন্স, ফটো এডিটিং, এসএমএস ওয়েব পোটাল সহ ডিজিটাল বাংলাদেশ বির্নির্মানে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও প্রশিক্ষণ প্রদান করা হয়।

ষ্টাফ রিপোর্টার