শেরপুরে উপজেলা সহকারী কমিশনারকে বিদায় সংবর্ধনা প্রদান,নবাগত কমিশনারকে বরণ অনুষ্ঠান
_PIC-04.12_.2019_1.jpg)
বগুড়ার শেরপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়া একই অনুষ্ঠানে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানাকেও বরণ করে নেয়া হয়। গতকাল বুধবার (০৪ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ, প্রশাসন ও অফিসার্স ক্লাব যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আমির হামজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা খাতুন, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কেএম ওবায়দুর রহমান, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. আব্দুল জাব্বার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান। পরে উপজেলা পরিষদ, প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে বিদায়ী উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি নবাগত সহকারী কমিশনারকেও বরণ করে নেন তারা।