শিবগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
“পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি,কৈশোরকালীণ মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের বাস্তবায়নে বগুড়ার শিবগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ্ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আগামী ০৭ থেকে ১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ্ উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবার কল্যাণ সেবা সম্পর্কে জনঅবহিতকরণ সম্পর্কিত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত অ্যাডভোকেসী সভায় আরো বক্তব্য রাখেন, ডা. টি. আহম্মেদ।এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি