দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থী সহ ১৮জন প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন
দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে ৪ডিসেম্বর বুধবার ৩ মেয়র, ৪ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ১১জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন মুঠোফোনে নিশ্চিত করেছেন।মনোনয়নপত্র উত্তোলনকারী মেয়র প্রার্থীরা হলেন বর্তমান মেয়র বেলাল হোসেন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা।উল্লেখ্য গত ১ডিসেম্বর রোববার এ পৌরসভার নির্বাচনী তফসীল ঘোষনা করা হয়। এ নির্বাচনে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহবুবুল আলম শাহ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।এ নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৬হাজার ৯’শ ৯৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মহিলা ভোটর ৮হাজার ৭’শ এবং পুরুষ ভোটার ৮হাজার ২’শ ৯৭জন।

ষ্টাফ রিপোর্টার